সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা আগামী ২৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজন করবেন।
।এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার শাহবাগ এবং জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৫ আন্দোলনের প্রধান সংগঠক আল-আমিন রাজু এই ঘোষণা দেন।
তিনি বলেন, “সরকারের উপদেষ্টারা বয়সসীমা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন। ৩৫ না করে ৩২ বছর বয়সসীমা ঠিক করেছেন, যা আমাদের দাবি পূরণে যথেষ্ট নয়।
এছাড়া শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে এবং স্বৈরাচারী আচরণ করছে।”
আল-আমিন রাজু আরও জানান, "আগামী ২৩ নভেম্বরের মহাসমাবেশে দেশের ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশীরা অংশ নেবেন। এ সমাবেশের আগে প্রতি শুক্রবার ও শনিবার আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যান্য নেতারা, যেমন এম আলম মুরাদ, শামীম রেজা, ও উজ্জ্বল।
এসআর
মন্তব্য করুন: