শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার পাশের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাবিল ফরাজী (১৮), সায়েম মাদবর (১৯), আরমান ঢালী (১৮) এবং মো. খিবির মাতবর (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল এবং থানা রোডে প্রবেশের সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের ৪ আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম হোসেন জানান, "দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটে, যেখানে ৪ জন নিহত হয়েছেন।"
এসআর
মন্তব্য করুন: