[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত সংগ্রহে ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি

সংবিধান সংস্কারের প্রস্তাবনায় সাধারণ নাগরিকদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্কার কমিশন।

সংবিধান সংস্কারের প্রস্তাবনায় সাধারণ নাগরিকদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্কার কমিশন

আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এই ওয়েবসাইটটি কার্যকর হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ জানান, "সংস্কারের সুপারিশ তৈরি করার জন্য বিভিন্ন অংশীজনের মতামত এবং প্রস্তাবনা সংগ্রহ করা হবে। এর পাশাপাশি সাধারণ নাগরিকদের মতামতও ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে।"

তিনি জানান, ওয়েবসাইটের ঠিকানা প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে এবং গণমাধ্যমের সহায়তায় বিষয়টি ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত কমিশনের সদস্য মাহফুজ আলম বলেন, "অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর