[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ট্রেনের টিকিট সংরক্ষণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ৪:৫৬ পিএম

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ট্রেনের টিকিট সংরক্ষণের ব্যবস্থা বাতিল করেছে।

আগে ভ্রমণ বা অন্য কাজে একাধিক টিকিট প্রয়োজন হলে রেলওয়ের মাধ্যমে সেগুলো সংরক্ষণ করা যেতো, এবং টিকিটের উপর ৩০ শতাংশ অতিরিক্ত অর্থ নেওয়া হতো।

এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় ক্ষেত্রে ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হতো।

রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. আনসার আলী স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে যে, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১০ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। চিঠিটি সহজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে।

রেলওয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়: ১। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ করা যাবে না। ২। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সংরক্ষিত আসন ব্যতীত অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না। ৩। সংরক্ষিত আসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ডিসিওগণ দায়িত্ব পালন করবেন।

৪। ভবিষ্যতে টিকিট সংরক্ষণে পরিবর্তন বা অতিরিক্ত টিকিট প্রয়োজন হলে লিখিত নির্দেশনার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ নির্দেশনায় আরো জানায় যে, সংশ্লিষ্ট সংরক্ষিত আসনসমূহ দালিলিকভাবে রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর