[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ- স্থানীয় সরকার উপদেষ্টা:

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২:০৪ পিএম

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ জানিয়েছেন, দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

রোববার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই দেশের প্রতিটি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে।

চট্টগ্রাম সিটির নতুন মেয়রের কার্যকাল আইন অনুসারে নির্ধারিত হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অনুযায়ী সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং নাগরিকদের প্রত্যাশা পূরণের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করা।

তিনি চট্টগ্রামকে একটি সবুজ ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের ওপরও গুরুত্ব দেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর