জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের চূড়ান্ত তালিকা নভেম্বরের মধ্যে তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, "আমরা শহীদদের একটি স্বচ্ছ তালিকা চাই, যেখানে বাছাইকরণ প্রক্রিয়াটি হবে সঠিক ও নির্ভুল। যেন কোনো ভুয়া নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়। আশা করছি, নভেম্বরের মধ্যেই তালিকা সম্পন্ন করতে পারব।"
শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়ে সারজিস এসব কথা বলেন। তিনি আরও বলেন, "এই ফাউন্ডেশনকে আমরা জীবনের বিনিময়ে হলেও টিকিয়ে রাখব।
কার্যক্রমের মাত্র শুরু হয়েছে, তবে কিছুটা শক্ত অবস্থানে পৌঁছানোর পর আমরা সব শহীদ ও আহত ভাইয়ের বাড়িতে পৌঁছানোর পরিকল্পনা করেছি। পর্যায়ক্রমে তাঁদের জন্য কাজ করব।"
সারজিস আলম জানান, শহীদ পরিবারের অন্তত একজন সদস্যের চাকরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্যও এই ফাউন্ডেশন কাজ করবে।
শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগিতায় নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: