[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ৬:৩২ পিএম

ফাইল ছবি

জুলাই বিপ্লবে শহিদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হচ্ছে।

আগামীকাল (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারের কাছে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা বিভাগের শহীদ পরিবারের জন্য এই সহায়তা প্রদান শুরু হচ্ছে। প্রথম অর্থ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঢাকা বিভাগের সব শহীদ পরিবার প্রথম দিনই উপস্থিত থাকবে না। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদের সহায়তা দেওয়া হবে। সারজিস আলম আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই সব শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে যাবে।

আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত চার ভাগে ৫০টি করে মোট ২০০ পরিবারকে অর্থ প্রদান করা হবে, যেন কেউ দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয়। এছাড়া ২০ জনের একটি দল পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে।

ঢাকা বিভাগের পর দেশের আটটি বিভাগে একইভাবে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া আহতদের জন্য ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা বিকাশের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। পরিমাণ বেশি হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রেরণ করা হচ্ছে।

জরুরি সহায়তার প্রয়োজন হলে হেলপলাইন ১৬০০০-এ যোগাযোগ করতে বলা হয়েছে, এবং তিন দিনের মধ্যে সহায়তা পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন সারজিস আলম। তিনি বলেন, যারা আর কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের জন্য দীর্ঘমেয়াদি সম্মানির ব্যবস্থা করার বিষয়ে ফাউন্ডেশন বিবেচনা করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর