[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

সংবাদের বাইরে একদিনের হাসি-আনন্দ: আজ ডিআরইউ'র ফ্যামিলি ডে

সাইদুর রহমান

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২:৫৬ এএম

সংগৃহীত ছবি

পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর বহুল প্রত্যাশিত ফ্যামিলি ডে আজ শুক্রবার।

কর্মব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে সাংবাদিক ও তাদের পরিবারবর্গের জন্য এদিনটি হয়ে উঠবে আনন্দ, মিলন আর ভালোবাসার উৎসব।

ঢাকায় কর্মরত প্রায় দুই হাজার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা এবং সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা।

এবারের ফ্যামিলি ডে ও পিকনিকের আয়োজন করা হয়েছে ঢাকার অদূরে রূপগঞ্জের মনোরম সুবর্ণগ্রাম এমিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে রঙিন আনন্দের নানা অনুষঙ্গ।

অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হবে মুড়ি-মুড়কি, কপি, চা, আইসক্রিমসহ মৌসুমি নানা ফলের সম্ভার। পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।


প্রতিবারের মতো এবারও ডিআরইউ সদস্য, তাঁদের সহধর্মিণী ও সন্তানদের জন্য থাকছে নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। আর অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যা আনন্দকে পৌঁছে দেবে চূড়ান্ত মুহূর্তে।


এবারের ফ্যামিলি ডে তে প্রায় ৩শ রেফেল ড্র এর পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার থাকছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল।
এ বিষয়ে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “ফ্যামিলি ডে সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।


ডিআরইউ ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহ্বায়ক মেহদী আজাদ মাসুম জানান, “সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ডিআরইউ ক্যাম্পাস থেকে অর্ধশতাধিক বাস পিকনিক স্পটের উদ্দেশে যাত্রা করবে।

অনুষ্ঠান শেষে একই বাসে সবাই নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসবেন।


পেশাগত ব্যস্ততার গণ্ডি ছাপিয়ে পরিবার-পরিজন নিয়ে একত্র হওয়ার এই আয়োজন যেন সাংবাদিকদের জীবনে এনে দেয় প্রশান্তি, সৌহার্দ্য ও নতুন উদ্দীপনা- এই প্রত্যাশাই সবার। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর