সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে, যারা দিনে ৪ ঘণ্টা করে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের প্রতিটি সেক্টরে শিক্ষার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হবে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে।
এক হাজার যুবকের জন্য ট্রাফিক সচেতনতামূলক কোর্স চালু করা হয়েছিল, যেখান থেকে নির্বাচিত ৭০০ জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, প্রাথমিকভাবে ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দিয়ে এই প্রকল্প শুরু হবে এবং পরবর্তীতে মোট ৭০০ শিক্ষার্থী নিয়োগ পাবে।
তারা সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে। পড়াশোনা শেষ করার পর যদি শিক্ষার্থীরা আগ্রহ দেখায়, তবে তাদের স্থায়ী নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।
এছাড়া যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ৬৪টি খাল পরিষ্কার করা হবে। এর অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, দেশে বর্তমানে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার এবং মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান এবং ৯ লাখ যুবককে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে সরকার উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: