নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে পড়ার মূল কারণ ছিল স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব। তাই এবার সামান্যতম বিচ্যুতিও বরদাশত করা হবে না।
তিনি সতর্ক করে বলেন, কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো পক্ষপাতমূলক নির্দেশনা নেই। এরপরও যদি কেউ নিজের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন ঘটাতে গিয়ে পক্ষপাতিত্ব করেন, তবে কমিশন তার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।এবারের নির্বাচনকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বৈশ্বিক ভাবমূর্তি রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি একে ‘দীর্ঘ খরার পর বৃষ্টির মতো’ বলে অভিহিত করেন।
২০০৮ সালের পর এটিই হবে প্রযুক্তিনির্ভর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।
এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালট কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার, বিজিবি অধিনায়কসহ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সানাউল্লাহ ফেনীর বর্তমান নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, অতীতের তুলনায় এবার আচরণবিধি মেনে চলার প্রবণতা অনেক বেশি।
এসআর
মন্তব্য করুন: