[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

৪ হাজার গণমাধ্যম পাবে নির্বাচনী পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ২:৪৩ এএম

সংগৃহীত ছবি

আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের সুবিধার্থে হাজারো গণমাধ্যমকে বিশেষ পাস দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ব্যবস্থার আওতায় প্রায় চার হাজার মিডিয়া প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকার অনুমোদিত গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মীদের জন্য পরিচয়পত্র এবং যানবাহনের স্টিকার সরবরাহ করা হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ ফেব্রুয়ারি।


ইসির প্রণীত তালিকা অনুযায়ী, ১৮টি টেলিভিশন চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্ম, ১২৯টি দৈনিক পত্রিকার ওয়েব সংস্করণ, ৬১টি আঞ্চলিক অনলাইন মিডিয়া এবং ২৬৩টি স্বতন্ত্র অনলাইন সংবাদমাধ্যম এ সুবিধা পাবে।


প্রিন্ট গণমাধ্যমের মধ্যে রয়েছে ১,৩৯৭টি দৈনিক, ৩টি অর্ধসাপ্তাহিক, ১,২৩১টি সাপ্তাহিক, ২১৫টি পাক্ষিক, ৪৫১টি মাসিক, ৯টি দ্বিমাসিক, ৩৭টি ত্রৈমাসিক, ১টি চতুর্মাসিক, ২টি ষান্মাসিক ও ২টি বার্ষিক প্রকাশনা।

মোট সংবাদপত্রের সংখ্যা দাঁড়ায় ৩,৩৪৭টি। এর মধ্যে রাজধানী থেকে প্রকাশিত হয় ১,৪২২টি এবং ঢাকার বাইরে ১,৯৩৫টি।
সব মিলিয়ে ৩,৮১৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান এই পাস পাবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর