[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

দুই মাস পর পুনরায় চালু হলো এনআইডি সংশোধন সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১:৫৭ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কার্যক্রম আবারও শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সাধারণ নাগরিকদের জন্য এই সেবা পুনরায় কার্যকর করা হয়েছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কাজ শেষ হওয়ায় এখন থেকে পূর্বের মতো নিয়মিতভাবে এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।


এনআইডি সংশোধন কার্যক্রম এতদিন বন্ধ থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট (ওসিভি ও আইপিসিভি) নিবন্ধন, প্রার্থী তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জটিল প্রযুক্তিগত কার্যক্রম চলছিল।

এসব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে এনআইডি সংশোধনের ডেটাবেজ বন্ধ রাখা হয়েছিল।


তিনি আরও জানান, সংশ্লিষ্ট কাজগুলো সফলভাবে শেষ হওয়ায় এখন কমিশন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং এনআইডি সংক্রান্ত কোনো ধরনের অপব্যবহার বা ভুল তথ্য পরিবর্তনের ঝুঁকি এড়াতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন সেবা স্থগিত রাখা হয়েছিল।

নতুন নির্দেশনার মাধ্যমে তা পুনরায় চালু করা হলো।
এখন থেকে নাগরিকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে এনআইডির যেকোনো ভুল সংশোধন বা তথ্য হালনাগাদের জন্য আবেদন করতে পারবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর