[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১:৩৬ এএম

সংগৃহীত ছবি

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন দেশের বিভিন্ন সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক।

পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।


রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

পরে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।


ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার অধীনে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এর বাইরে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন বিদেশি নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে অংশ নেবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর