প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে।
তার ভাষায়, এই দেশ ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্যই নিরাপদ আবাসভূমি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা উল্লেখ করেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্মান ও সহমর্মিতার ভিত্তিতে সহাবস্থান করছে, যা বাংলাদেশের সামাজিক ঐতিহ্যের একটি বড় দিক।
ড. ইউনূস বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী জ্ঞান, সত্য ও ন্যায়ের প্রতীক। বিদ্যা, ভাষা ও সংগীতের দেবী হিসেবে তিনি মানুষের অজ্ঞানতা দূর করে আলোর পথ দেখান।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জ্ঞান অর্জনের উদ্দেশ্য যেন কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ না থাকে। বরং সেই জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই হওয়া উচিত।
বার্তার শেষে তিনি হিন্দু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
এসআর
মন্তব্য করুন: