[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

১৫ বছরে গড়া দেশকে ধ্বংস করে ফেলেছে সরকার: আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১:০৩ এএম

ফাইল ছবি

আওয়ামী লীগ দাবি করেছে, তাদের গত ১৫ বছরে গড়ে তোলা দেশ বর্তমানে ধ্বংসের পথে।

সোমবার (২৮ অক্টোবর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়:
“১৫ বছরে গড়া দেশ খুবই অল্প সময়ের মধ্যে প্রায় ধ্বংস করে ফেলেছেন। সংস্কার করবেন? আগে নিজেদের সংস্কার করুন। এই দেশ #আওয়ামী লীগের হাত ধরেই এগিয়ে গেছে এবং #আওয়ামী লীগের নেতৃত্বেই আবার এগিয়ে যাবে!”

অন্যদিকে, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড পেজে একটি জরুরি বার্তা প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, “আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। অফিশিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি সংক্রান্ত যেকোনো খবর গুজব হিসেবে গণ্য হবে। দলীয় সিদ্ধান্ত শুধুমাত্র আওয়ামী লীগের দপ্তর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানানো হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, সকল অন্যায়ের বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদ জানান।”

এছাড়া, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সব সংসদ সদস্য এবং নির্বাচন কমিশনের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) গত ২৭ অক্টোবর দুদকের চেয়ারম্যান বরাবর এই নোটিশ দেন। নোটিশে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, এইসব নির্বাচন এবং নির্বাচিতদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান কার্যক্রম শুরু করা উচিত। নোটিশে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র সংস্কারের জন্য বিগত ১৫ বছরে সংঘটিত সকল অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর