[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৮ পৌষ ১৪৩১

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ৮:০৬ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।”

এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো গণভবন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে গণভবনকে জাদুঘর হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ড. ইউনূস গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণেরও প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, “গণভবনকে জাদুঘর করার পরিকল্পনা করা হচ্ছে, এবং এর অংশ হিসেবে এখানে ‘আয়নাঘরের’ একটি রেপ্লিকা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁসের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না, কারণ এটি পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়। ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা সম্ভব।”

রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এ বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলেছেন, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর