[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হাইকোর্টে হাসনাত-সার্জিসের রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১:৩০ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১:৩০ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটটি দায়ের করা হয়। রিটে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম এ বিষয়ে নিশ্চিত করে জানান, রিটের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করার আবেদন করা হয়েছে।

এর আগে, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ মানবতা লঙ্ঘন করেছে, তাদের ন্যূনতম মানবতার অধিকার নেই।

জার্মানিতে নাৎসি বাহিনী এবং ইতালিতে ফ্যাসিবাদী দল নিষিদ্ধ হয়েছে।

একইভাবে আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করা প্রয়োজন।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর