দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক সমস্যার কারণে সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বয়লারের একটি টিউব ফেটে যাওয়ায় রোববার থেকে কেন্দ্রটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত শেষ করে উৎপাদন শুরু করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটের বয়লারে ত্রুটি দেখা দেয়। বয়লারের টিউব ফেটে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওই ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়।
তিনি আরও জানান, বয়লারের অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস থাকায় তা পুরোপুরি ঠান্ডা না হলে মেরামত কাজ শুরু করা সম্ভব নয়।
এ কারণে দ্রুত চালু করা গেলেও অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কারণ কেন্দ্রের বাকি দুটি ইউনিট আগেই বন্ধ ছিল।
এর মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক সমস্যার কারণে গত বছরের ১ নভেম্বর থেকে অচল রয়েছে। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকেই বন্ধ আছে।
প্রয়োজনীয় বিপুল অর্থের অভাবে দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালুর বিষয়ে এখনো মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
তবে কর্তৃপক্ষ জানায়, তৃতীয় ইউনিট মেরামতের জন্য চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে ওই ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।
এসআর
মন্তব্য করুন: