রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক কিশোরসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন আমিন (২৭), শফিক (৩২) ও সাজ্জেন ওরফে রহমত (১৩)। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পে গোলাগুলি শুরু হয়।
এসময় ক্যাম্পের আশেপাশের তাজমহল রোড, বাবর রোড এবং হুমায়ুন রোডের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। গোলাগুলির ঘটনায় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলও থমকে যায়।
সংঘর্ষ সন্ধ্যার পর শুরু হয়ে থেমে থেমে অনেকক্ষণ ধরে চলে।
স্থানীয়রা জানান, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে থানায় প্রয়োজনীয় লোকবল কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও জানান, জেনেভা ক্যাম্পে ‘বনিয়া সোহেল’ ও ‘পারমনু’ নামে দুটি গ্রুপ রয়েছে, যারা আধিপত্য বিস্তার নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। শনিবার সন্ধ্যায় এই দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন।
কিশোর রহমতের ভাই মোহাম্মদ মুরাদ বলেন, “শনিবার বিকেলে পানি আনতে বাইরে বের হলে রহমত গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে তার পেটের নিচে গুলি লাগে। তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, ১৬ অক্টোবর জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় রেস্তোরাঁকর্মী মো. শানেমাজ (৩৮) নিহত হন। তার আগেও ক্যাম্পের পাশে আরেকজন নিহত হন।
এসআর
মন্তব্য করুন: