যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা অর্জন করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি শান্তিরক্ষা মিশনের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, মানবাধিকার হাইকমিশনের সহকারী সেক্রেটারি জেনারেল ইলজে ব্র্যান্ডস কেহরিসসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা বৃদ্ধি এবং নেতৃত্বের পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি, র্যাব ফোর্সেসে প্রেষণে থাকাকালীন সেনা সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকলে তাদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ না করার ব্যাপারটি জানান।
ওয়াশিংটনে তিনি যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল র্যান্ডি এ জর্জ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা, এবং যৌথ প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।
কানাডায় সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান ভাইস চিফ অব কানাডিয়ান ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর কেলসি এবং কানাডিয়ান পার্লামেন্টের নাগরিকত্ব ও ইমিগ্রেশন বিষয়ক কমিটির সদস্য সালমা জাহিদের সাথে সাক্ষাৎ করেন।
তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও সামরিক কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেন এবং দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
এই সফরে সেনাপ্রধান জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম ও সামরিক প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
এসআর
মন্তব্য করুন: