[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

শোডাউন রাজনীতি থেকে সরে আসছে ছাত্রদল: সভাপতি রাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪ ৪:৩৫ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) আর শোডাউনের রাজনীতি করবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার  সকালে কুয়াকাটায় সাধারণ জনগণের মাঝে দলীয় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, "আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি ক্যাম্পাসে জনপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে নিয়ে আসা হবে। বাংলাদেশে কোথাও ছাত্রদল আর শোডাউনের রাজনীতি করবে না।

সংগঠনের ছোট ভুলগুলো আমরা মাফ করছি না; তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান ছাত্রদল সবচেয়ে স্বচ্ছ ধারার ছাত্র রাজনীতি করছে বলে আমরা দাবি করছি।"

তিনি আরও বলেন, "ছাত্র-জনতার আন্দোলনের মূল্যায়ন করতে না পারলে তাদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের প্রতি অবিচার হবে যদি আমরা ত্যাগী ছাত্রদের যথাযথ মূল্যায়ন না করি। গত ১৫ বছরে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। তাদের এই অবদানের জন্য সংগঠনগতভাবে মূল্যায়ন করা হবে।"

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "গত ১৫ বছর কিছু মিডিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেনি এবং আজও ছাত্রদলের সামান্য ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে। তবে আজ না হোক, একদিন তাদের উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হবে। মিডিয়ার কাছে আমাদের অনুরোধ থাকবে, যেন অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।"

ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার বিষয়ে রাকিবুল বলেন, "ছাত্রলীগকে নির্দলীয় সরকারের সময় নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগের তৈরি করা সন্ত্রাস বিরোধী আইনে তারা নিষিদ্ধ হয়। ১৫ জুলাইয়ের পর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ যে নির্যাতন চালিয়েছে তা ইতিহাসের ন্যক্কারজনক অধ্যায়।"

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি শাকির আহমেদ, সহ-সভাপতি এইচ. এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম. এম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ সম্পাদক ফিরোজ আলম এবং পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেনসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর