স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন যে, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি উল্লেখ করেছেন যে, ইতোমধ্যেই অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা আরও জানান, এ গণহত্যার সাথে জড়িত কেউ যেন সীমান্ত বা আকাশপথ দিয়ে পালাতে না পারে, সে জন্য সীমান্ত ও বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অপরাধীদের ধরার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: