[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

মুক্তি দাবি

সাংবাদিক শেখ জামালকে গ্রেপ্তারে ডিইউজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ৮:১০ পিএম

সাংবাদিক শেখ জামাল

সাংবাদিক শেখ জামালকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, শেখ জামাল একজন পেশাদার সাংবাদিক। বিভিন্ন সময়ে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য হিসেবে সাংবাদিকদের স্বার্থে সক্রিয় ভূমিকাও পালন করেছেন তিনি।

গতরাতে (বুধবার) রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। যেটি অমানবিক এবং উদ্বেগজনক।

বিবৃতিতে অবিলম্বে শেখ জামালের মুক্তি দাবি করে বলা হয়, অব্যাহতভাবে সাংবাদিকদের গ্রেপ্তারে করা হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে হুমকির মুখে পড়বে মত প্রকাশের স্বাধীনতাও।

বিবৃতিতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শেখ জামালের প্রতি কোনো ধরণের মানসিক বা শারীরিক পীড়ন না করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

সেইসঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানানো হয় ডিইউজে নির্বাহী পরিষদের পক্ষ থেকে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর