দেশের ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে থাইল্যান্ড থেকে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনা হবে, যার বিপরীতে ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য দাঁড়াবে ১৩১ টাকা ৪৭ পয়সা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে এই সয়াবিন তেল আমদানি করা হবে।
এদিনের বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এসব পণ্য দ্রুত আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের ফলে ভোজ্যতেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং রমজানসহ আগামী মাসগুলোতে কোনো ধরনের সরবরাহ সংকট দেখা দেবে না।
এসআর
মন্তব্য করুন: