[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতি থাকা না-থাকা প্রশ্নে যে সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ৪:২৯ পিএম

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। তার থাকা না থাকার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে আলোচনা শুরু করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বন, পরিবেশ  ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।

তিনি বলেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সভার শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থাকা না-থাকা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি দৈনিক মানবজমিনে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে বক্তব্য দেন রাষ্ট্রপতি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর