[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ২:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

বাদিপক্ষের আইনজীবী এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আমরা দীর্ঘদিন বলে আসছি মাওলানা মামুনুল হককে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।

আমরা আদালাতের রায়ে সন্তুষ্ট।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট কাণ্ডে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর