[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬ হাজার পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১:০৪ পিএম

পূর্বাচল নতুন শহরে পুলিশের বৃহৎ নিরাপত্তা কাঠামোর প্রস্তাব


রাজধানীর কাছাকাছি পূর্বাচল নতুন শহর প্রকল্পকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের একটি বড় পরিসরের অবকাঠামো ও জনবল সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে শুরু থেকেই এলাকাটিকে আধুনিক, পরিকল্পিত ও উচ্চমাত্রার নিরাপত্তার আওতায় আনা।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধিভুক্ত করা হবে। সেখানে চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কথা বলা হয়েছে। এই ব্যবস্থাপনা পরিচালনার জন্য প্রায় ৬ হাজার ৫০০-এর বেশি নতুন পদ সৃষ্টির প্রস্তাব রাখা হয়েছে, যা একক কোনো প্রকল্পে পুলিশের জন্য অত্যন্ত বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজউকের পরিকল্পনায় পূর্বাচলে ভবিষ্যতে প্রায় ৩০–৪০ লাখ মানুষের বসবাসের সম্ভাবনা রয়েছে। এখানে সরকারি আবাসন, কূটনৈতিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এই বিপুল জনসংখ্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিরাপত্তা দিতে আগেভাগেই শক্তিশালী পুলিশ কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
প্রস্তাবে অপরাধ নিয়ন্ত্রণ, গোয়েন্দা কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সাড়া এবং জনশৃঙ্খলা রক্ষার জন্য আলাদা আলাদা বিভাগ গঠনের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি পুলিশ লাইনস, আইটি বা এমআইএস ইউনিট এবং একাধিক অপরাধ ও ট্রাফিক জোন তৈরির পরিকল্পনাও অন্তর্ভুক্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রস্তাবটি বর্তমানে প্রশাসনিক পর্যালোচনায় রয়েছে। অনুমোদন মিললে ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পারি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর