[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

যমুনা ও সচিবালয় সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকা, পাশাপাশি বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।


ডিএমপির ঘোষণায় বলা হয়, বাংলাদেশ সচিবালয় ও তার আশপাশের এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়কসহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, শোভাযাত্রা কিংবা জনসমাগমমূলক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর