[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

যে কারনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার মনোনয়ন যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন জানান, নির্বাচন বিধি অনুযায়ী প্রস্তাবক ও সমর্থকদের যাচাইয়ের সময় নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর জমা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সে হিসেবে তাসনিম জারার প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর ছিল।

এমনকি প্রয়োজনের চেয়ে কিছু বেশি স্বাক্ষরও জমা দেওয়া হয়। তবে যাচাইয়ের জন্য নির্বাচিত ১০ জন প্রস্তাবক ও সমর্থকের মধ্যে দুজন ঢাকা-৯ আসনের ভোটার নন—এমন তথ্য পাওয়া যায়। ফলে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।


এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তাসনিম জারা বলেন, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই-বাছাইয়ে তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে তারা আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান তিনি।


তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, প্রয়োজনের তুলনায় বেশি ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল এবং যাচাই করা ১০ জনের স্বাক্ষরই সঠিক পাওয়া যায়। তবে তাদের মধ্যে দুজনের ভোটার এলাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

একজন খিলগাঁও এলাকায় বসবাস করেন, যেখানে একাধিক সংসদীয় আসনের সীমানা রয়েছে। অন্য একজনের জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের তথ্য থাকলেও নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে তাকে শরীয়তপুরের ভোটার হিসেবে দেখানো হয়েছে।


তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে তাদের ভোটার এলাকা সম্পর্কে ভিন্ন তথ্য জানার সুযোগ ছিল না, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন কোনো সহজ যাচাই ব্যবস্থা নেই।


উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। নির্বাচনী জোট সংক্রান্ত মতভেদের জেরে দল থেকে সরে এসে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর