[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক প্রকাশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১০:৩৪ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক

প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে আল্লাহর রহমতে আচ্ছাদিত করা, তার গুনাহ ক্ষমা করা এবং জান্নাতে উচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও অনুরূপ শোকবার্তা পাঠিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর