[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়ার পরও মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ১১:৫৫ পিএম

ফাইল ছবি

মাত্র দশ দিন আগে, গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে প্রার্থী হয়েছিলেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ড. মো. আজাবুল হক।

তবে শেষ পর্যন্ত তার মনোনয়ন বৈধতা পায়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে নাটোর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন জেলার চারটি সংসদীয় আসনের মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ড. মো. আজাবুল হক অন্যতম।
এ ছাড়া নাটোর-১ আসন থেকে গণসংহতি আন্দোলনের সেন্টু আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের প্রার্থী বাবু হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে এনপিপির প্রার্থী জিএএ মুবিন ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক সচিব ও জাতীয় পার্টির নেতা ড. নূরুন্নবী মৃধার প্রার্থিতা বাতিল করা হয়।

একইভাবে নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ফাতেমা খানমের মনোনয়ন বাতিল হয়।

রিটার্নিং অফিসারের তথ্যমতে, ২৯ ডিসেম্বর পর্যন্ত নাটোর জেলার চারটি আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে সাতজন বাদ পড়ায় বর্তমানে নাটোর-১ আসনে ১০ জন, নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৭ জন এবং নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় থাকছেন।


মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার চেষ্টা করা হলেও খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তার দাখিল করা হলফনামায় উল্লেখ ছিল, তিনি গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর