[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

জানুয়ারি মাসের জন্য জালানি তেলের দাম কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ৪:০৩ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন—প্রতিটি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে হ্রাস পেয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, পেট্রোল ১১৮ টাকায় এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

ঘোষিত এই নতুন মূল্য আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রাখতে সরকার গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে।

এই ব্যবস্থার আওতায় প্রতি মাসে বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের নতুন দর ঘোষণা করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর