[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আতশবাজিতে ২০২৬-কে বরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ১২:২২ এএম

সংগৃহীত ছবি

রাষ্ট্র সংস্কারের উদ্যোগ, মব সহিংসতা, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু—এমন নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে শেষ হলো আরেকটি বছর।

এসব ঘটনার ধারাবাহিকতায় শুরু হলো নতুন খ্রিষ্টীয় বছর ২০২৬।
বুধবার রাত ১২টা ঘনিয়ে আসতেই ঢাকার আকাশে ভেসে ওঠে রঙিন আলোর ঝলকানি। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকায় দেখা যায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুনের আলো।
এবার নতুন বছরের আগমন ঘটে এমন এক সময়ে, যখন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই শোককালকে কেন্দ্র করে রাজধানীতে নতুন বছর উদযাপনে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে মঙ্গলবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি কিংবা শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে এসব নির্দেশনার মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আকাশে আলোর ঝলকানি দেখা যায়। শোকের পরিবেশ থাকা সত্ত্বেও অনেক জায়গায় নতুন বছর উদযাপনের চিত্র চোখে পড়ে।
এদিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে কড়া নজরদারি রাখা হয়। বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর