আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটি বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ, যা বাজেটে ধরা ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যের চেয়ে অনেক কম।
করোনা মহামারি পরবর্তী সময়ে এ প্রবৃদ্ধি গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন হতে পারে। একই সঙ্গে, এ বছর মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে, যা অর্থনীতির জন্য বড় চাপ তৈরি করতে পারে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়াশিংটনে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।তবে সংস্থাটি নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।
এর আগে, চলতি অর্থবছরের জন্য আইএমএফ জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৬ দশমিক ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭ শতাংশ হবে বলে জানিয়েছিল।
এদিকে, সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হওয়া বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের জন্য অতিরিক্ত ঋণ সংক্রান্ত আলোচনাও হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ আউটলুকে বলা হয়েছে, ২০২৪ এবং ২০২৫ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকবে।
২০২৫ সালের পর বৈশ্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে। তবে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বাংলাদেশের জন্য আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ করা হয়নি।
এসআর
মন্তব্য করুন: