[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

নতুন বছরে বন্ধন জোরদার হোক: প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৮:৩৩ পিএম

সংগৃহীত ছবি

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার প্রকাশিত এক বার্তায় তিনি নতুন বছরের প্রারম্ভে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন।
প্রফেসর ইউনূস বলেন, “নতুন বছর সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ মানে নতুন স্বপ্ন, নতুন আশা এবং সম্ভাবনার সূচনা। পুরনো কষ্ট ভুলে আমরা নতুন উদ্যমে আগামীর পথচলায় এগিয়ে যেতে পারি।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করবো। নতুন বছরে আমরা সমাজে সমতা ও ন্যায় নিশ্চিত করার দিকে আরও দৃঢ়ভাবে অগ্রসর হব।”
প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। নতুন বছর আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করার জন্য জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক পথচলাকে আরও গতিশীল করবে। নতুন বছরের এই প্রতিশ্রুতি আমাদের সবচেয়ে বড় আশা।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর