[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৭:০৬ পিএম

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার (৩১

ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সন্ধ্যা ৭টা থেকে দিনের শেষ মেট্রোরেল চলাচল পর্যন্ত ওই স্টেশনে কোনো ট্রেন থামবে না।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত, অর্থাৎ সেদিনের অপারেশনের বাকি সময়জুড়ে স্টেশনটি বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর