[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৪:৫৪ পিএম

বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এ

সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কফিন বহনে অংশ নিতে দেখা যায়। বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার পর এমন দৃশ্যের অবতারণা হয়।
আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই নেত্রীকে শেষ বিদায়ের মুহূর্তে উপস্থিত মানুষের আবেগ আরও গভীর হয়ে ওঠে, পুরো পরিবেশ শোকে আচ্ছন্ন হয়ে পড়ে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা অংশ নেন।
জানাজা শুরুর আগে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চান।
সকালের দিক থেকেই রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। মূল জানাজার স্থলে জায়গার সংকট দেখা দিলে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার ও ধানমন্ডি পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর