বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে গভীর শোক ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ শেষ বিদায়ে অংশ নিতে জড়ো হন।
বুধবার বিকেলে নির্ধারিত সময়েই জানাজা শুরু ও শেষ হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।
এই জানাজায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের মন্ত্রী ও সংসদীয় প্রতিনিধিরা সরাসরি অংশ নেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শেষ শ্রদ্ধা জানান।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা খালেদা জিয়ার মৃত্যুতে নিজ নিজ দেশের সরকারপ্রধানদের পক্ষ থেকে শোক ও সমবেদনার বার্তা পৌঁছে দেন।
এসআর
মন্তব্য করুন: