লাখো মানুষের উপস্থিতিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ৩টা ৩ মিনিটের দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এই জানাজা শুরু হয়।
জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে জানাজা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজা শুরুর অনেক আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়।
উল্লেখ্য, জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: