[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের

 সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় এসেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি রাজধানীতে পৌঁছান। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সকালে ঢাকায় আগমন করেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর