[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্য দেখা যায়। দুপুর ২টায় সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ জানানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং সংলগ্ন প্রবেশপথটি সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে একাধিক সড়ক উন্মুক্ত রাখা হয়েছে। খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার পথগুলো দিয়ে জানাজায় অংশগ্রহণকারীরা প্রবেশ করতে পারছেন।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে রাজধানীতে এসে পৌঁছাচ্ছেন। অনেকের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা গেছে, আবার কেউ কেউ কালো পতাকা বহন করছেন।
চট্টগ্রাম থেকে আগত আবুল কালাম বলেন, প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। তার জীবন ছিল সংগ্রামমুখর। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আপসহীন ছিলেন। এমন একজন নেত্রীর কর্মী হতে পেরে আমরা গর্বিত। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
যশোর থেকে আসা কবির খান জানান, আজ বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নিতে এসেছেন। বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি আজীবন একজন দৃঢ়চেতা ও আপসহীন নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর