[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৯:২৫ পিএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে রাজধানী ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক চলাকালে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনদূর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি নগরবাসীর প্রতি রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনে সহযোগিতা করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত, শিরোনাম-কেন্দ্রিক, অথবা অনলাইন পোর্টাল উপযোগী ব্রেকিং নিউজ ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর