বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রেরিত শোকবার্তায় তিনি জানান, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী এবং চীনা জনগণের প্রিয় বন্ধু। তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বকালকালে চীন ও বাংলাদেশের মধ্যে সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে, যা দুই দেশের সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে।
লি কিয়াং আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চীনা পক্ষ গভীরভাবে সম্মান করে। শোকবার্তায় উল্লেখ করা হয়, বেইজিং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসআর
মন্তব্য করুন: