ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা শেষ হচ্ছে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায়।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে এখন পর্যন্ত ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, জামানত জমা, প্রস্তাবক-সমর্থকের যোগ্যতা, রাজনৈতিক দলের মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: