[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

আজ শুভ বড়দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২:২৯ এএম

সংগৃহীত ছবি

খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ।

এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে গির্জাগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

দায়িত্বপ্রাপ্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা গির্জা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক টিমকে সার্বিকভাবে সহায়তা করবেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন,
“সবাই যেন নিরাপদে ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকায় আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ
শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
তিনি বলেন, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর