[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১:৫৮ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন সিইসি।

ইসি সূত্র জানায়, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শুরু হবে। পরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উভয় সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর