পুলিশের সংগঠনে পদ বদলের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ
সুপার (এএসপি) পদমর্যাদার ছয়জন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে নতুন স্থানে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখা থেকে জারি করা পাঁচটি আলাদা প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষর করেন।
নোটিশে উল্লেখ করা হয়, এই বদলি আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এসআর
মন্তব্য করুন: