[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার উৎখাতে ষড়যন্ত্র: পাঁচ দিনের রিমান্ডে শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ২:০৮ পিএম

সংগৃহীত ছবি

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এ আদেশ দেন।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত রোববার মালিবাগ থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পরদিন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনের পরিদর্শক আখতার মোর্শেদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

আদালত রিমান্ডের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন এবং শওকত মাহমুদকে কারাগারে পাঠান।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, শওকত মাহমুদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন।

তারা সরকারের পতনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উচ্চপদস্থ ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপনে বৈঠক ও পরামর্শ করেছেন বলেও অভিযোগ করা হয়।। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর