[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনের তফসিল নিয়ে ইসির গুরুত্বপূর্ণ সভা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় আজ রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় আজ রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)

ইসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার পরিবহন–সংক্রান্ত সময়সূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইসির কর্মকর্তারা মনে করছেন, আজকের বৈঠক থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর