[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় ম্যাক্স অভির জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর আফতাবনগরে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ৫০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার ম্যাক্স অভি এবং আরেক আসামি সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডার আফতাবনগর মেইন রোড দিয়ে হাঁটার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন আসামি হিরো আলমের পথরোধ করে মারধর করেন। এ ঘটনায় তিনি ৫ অক্টোবর বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর